Skip to main content

Posts

Showing posts with the label হেলথ টিপস

কোন ফল খেলে কি হয়/ফলের উপকারিতা ও অপকারিতা

 ফলের উপকারিতা ও অপকারিতা শরীর সুস্থ থাকতে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু খেয়ে থাকি।ফল তার মধ্যে অন্যতম ।আমরা প্রায় প্রতিদিনই কোন না কোন ফল খেয়ে থাকি । ফলে যেমন উপকারিতা রয়েছে তেমনি রয়েছে অপকারিতাও।আসুন যেনে নিই কোন ফল খেলে কি উপকার হয় আবার কোন ফল খেলে শরীরের ক্ষতি হয়। ১. কোন ফল খেলে রাগ কমে? উত্তর ঃ কলা । ২.কোন ফল খেলে ক্যান্সার হয় না ?  উত্তর ঃ লেবু । ৩.কোন ফল খেলে ওজন কমে ?  উত্তর ঃ আনারস । ৪.কোন ফল খেলে দ্রুত ফসা হওয়া যায় ? উত্তর ঃ কিসমিস । ৫. কোন ফল খেলে বুদ্ধি বাড়ে ?  উত্তর ঃ বাদাম । আরো পড়ুন ঃ  আল্লাহর ৫০টি উপদেশ আপনাকে জ্ঞানী করে দিবে!! ৬. কোন ফল খেলে ওজন বাড়ে ? উত্তর ঃ কলা । ৭. কোন ফল খেলে মানসিক চাপ কমে ? উত্তর ঃ সফেদা । ৮. কোন ফল খেলে B.P কমে ? উত্তর ঃ তেতুল । ৯. কোন ফল খেলে হাড় মজবুত হয় ? উত্তর ঃ শুকনো ডুমুর,আপেল, কমলালেবু । ১০. কোন ফল খেলে রক্ত পরিষ্কার হয় ?  উত্তর ঃ মোসাম্বি । ১১. কোন ফল খেলে মানুষ লম্বা হয় ? উত্তরঃ আপেল । ১২. কোন ফল খেলে রক্ত বাড়ে ? উত্তর ঃ বেদানা । ১৩. কোন ফল খেলে সৃতিশক্তি...

আমলকি খাওয়ার নিয়ম ও ২০ টি উপকারিতা

 আমলকি খাওয়ার ২০ টি উপকারিতা  আমলকী হলো আমাদের দেহের জনন সবচেয়ে উপকারী ভেষজের মধ্যে একটি। এটি আপনি প্রতিদিন খেতে পারেন এবং এর কোন রকমের পার্স প্রতিকিয়া নেই। বরং আছে দারুন সব উপকার। প্রতিদিন  এক গাঁদা ভিটামিন ট্যাবলেট না খেয়ে খেতে পারেন একটি করে আমলকী। এই সামান্য আমলকী আপনার দেহে করবে বিস্ময়কর সব উপকার। কিভাবে জানতে চান? চলুন জেনে নিই প্রতিদিন আমলকী খাওয়ার ২০ টি উপকারিতা সম্পর্কে।  আরো পড়ুনঃ  কাঁচা হলুদের ১০টি বিস্ময়কর স্বাস্থ্যগত উপকারীতা ১. আমলকী চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি  গুরুত্তপুন উপাদান। এটি কেবল চুলের গোঁড়া মজবুত করে তাই না , এটি চুলের বৃদ্ধিতেও কাজ করে।  ২.এটি চুলের খুশকির সমস্যা দূর  করে  ও পাকা চুল প্রতিরোধ করে।  ৩.আম্লকির রস কোস্টকাঠিন্ন ও পাইলসের সমস্যা দূর করতে পারে । এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে দারুন উপকারী। ৪. এক গ্লাস দুধ অথবা পানির সাথে আমলকী গুড়া ও সামান্ন চিনি মিশিয়ে দিনে দুইবার খেতে পারলে এসিডিটির সমস্যা থাকলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।  ৫.আধা চূর্ণ শুষ্ক ফল এ...

কাঁচা হলুদের ১০টি বিস্ময়কর স্বাস্থ্যগত উপকারীতা

  কাঁচা হলুদের ১০ টি বিস্ময়কর স্বাস্থ্যগত উপকারীতা ১.অতিরিক্ত ওজন কমিয়ে ফেলেঃ বেশ কিছু গবেষণাই দেখা গেছে যে নিয়মিত কাঁচা হলুদ খেতে শুরু করলে শরীরে বেশ কিছু উপাদানের মাত্রা বারতে থাকে। যার প্রভাব এ হজম ক্ষমতার উন্নতি ঘটে।আর একবার মেটেলিজম রেট বেড়ে গেলে স্বাভাবিকভাবেই ওজন হ্রাসের প্রক্রিয়াও তরান্বিত হয়।তবে এইখানেই শেষ নয়,হলুদে কারকিউমিন নামের একটি উপাদান থাকে ,যা শরীরে উপস্থিত ফ্যাট সেলদের গলানোর মধ্যে দিয়ে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ২.লিভার টনিক হিসেবে কাজ করেঃ লিভারকে চাঙ্গা এবং কর্মক্ষম রাখতে হলুদের কোন বিকল্প হইনা বললেই চলে।কারন এর মধ্যে থাকা কারকিউমিন নামক উপাদানটি লিভারের কর্মক্ষমতা এতটাই বারিয়ে দেই যে ,কোন ধরনের লিভারের রোগ ওই ধারের কাছে ভিরতে পারে না ।এমনকি ফ্যাটি লিভারের মত রোগের আক্রান্ত হওয়ার আশংকা ও কমে।শুধু তাই নই,হলুদে উপস্থিত বেশ কিছু উপকারি উপাদান লিভারে জমে থাকা বজ্র পদার্থ বের করে দিতে বিশেষ ভুমিকা পালন করে।ফলে লিভারের কোন প্রকার ক্ষতি হওয়ার আশংকা থাকে না। ৩. ত্বকের সুন্দর্য বাড়ায়ঃ নিয়মিত হলুদ মেশানো দুধ খেলে ত্বকের ভেতরে থ...