তিন মুসাফির এর হাঁসির গল্প আগেকার দিনে একদল লোক দেশে দেশে মুসাফিরি করে বেড়াত। নানা যায়গায় ঘুরে তারা সকল দেশের নিয়ম ও রাজনীতি যেনে বইপুস্তক লিখত।তাদের মধ্যে হিন্দু, মুসলমান,খ্রিশটান ,ইহুদি, সবাই থাকত। ভিন্ন জাতের বলে কেউ কাওকে অবহেলা করত না। এমনি তিন মুসাফির বিদেশ ভ্রমনে বের হয়েছে। একজন ইহুদি , একজন খ্রশটান আর একজন মুসলমান। সেদিন তারা ঘুরতে ঘুরতে এক নতুন দেশে এসে উপস্থিত হল । আরো পড়ুনঃ আমলকি খাওয়ার নিয়ম ও ২০ টি উপকারিতা পথ চলে তারা যেমনই হয়রান,তেমনই ক্ষুধাই কাতর ছিল । কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে। গ্রিহস্তেরা সবাই ঘরদোর বন্ধ করে ঘুমিয়ে পরেছে। না পেল তারা খাবার না পেল থাকার জায়গা ! একটা বটগাছের তলায় কম্বল বিছিয়ে তারা শোয়ার যোগার করল। আরো পড়ুন ঃ তিন চোরের হাসির গল্প 🤣| ছোটো গল্প | funny story | মজার গল্প | এমন সময় একটি লোক সামান্য কিছু মিঠায় এনে তাদের উপহার দিল। তিঞ্জনেরই এত ক্ষুধা পেয়েছিল যে ,এই সামান্য মিঠায় ভাগ করে খেলে তাদের কারোই পেট ভরবে না । খুধার সময় সামান্য কিছু খেলে ক্ষুধা আরো বাড়ে , তাই তা...