Skip to main content

Posts

Showing posts with the label বাংলা গল্প

একটি শিক্ষনীয় গল্প ||motivational story ||bangla short story ||emotional story

একটি শিক্ষনীয় গল্প  এক কলা বিক্রেতা ৫ টাকা পিস দরে কলা বিক্রি করছিল। প্রচুর বিক্রি হচ্ছিল। মানুস নিচ্ছে আর ছিলে ছিলে খাচ্ছে। এ দেখে বিক্রেতা ভাবল যদি কলা গুলো ছিলে রাখি তাহলে ক্রেতাদের আর কস্ট করে ছিলতে হবে না এবং ছিলে দেওয়ার কারণে দাম ও বেশি পাবো। তখন সে কিছু কলা ছিলে রেখে তার দাম ধার্য করল ৬ টাকা পিস।  এখন ক্রেতারা এসে দাম জিজ্ঞেস করলে সে বলছে এগুলো ৫ টাকা আর ছেলা গুলো ৬ টাকা । ক্রেতারা তখন ৫ টাকা পিসের কলা নিয়ে যাচ্ছে । সে ভাবল যখন কম দামি কলা থাকবে না , তখন দাম বেশি দিয়ে নিয়ে যাবে। এক সময় ৫ টাকা দরের কলা সব শেষ । এখন আর কোন ক্রেতা তার কাছে আসে না । তবে প্রচুর মাছি এসে বিনামুল্যে কলা খাচ্ছে আর ভো ভো করে ঊড়ে বেড়াচ্ছে। এখন সে ভাবল দাম কমালে বিক্রি হবে । সে দাম কমাতে কমাতে ০ টাকাতে চলে এসেছে ,তবুও কেউ নিল না । দিনের শেষে সেগুলো ড্রেনে ফেলে দিল। যে দ্রেন পরিষ্কার করে সে ওই সময় টাকা তুলতে এসেছিল। তার নজরে পরে গেল ছিলা কলা গুলা।  আরো পড়ুনঃ  তিন চোরের হাসির গল্প 🤣| ছোটো গল্প | funny story | মজার গল্প | সে বলল,ভাই এত আবর্জনা করলে? এ আমি পরিষ্কার করতে পারব না। অনেক কথার প...

" শিক্ষণীয় গল্প " || best lessonable story in bangla || learning story ||

 " শিক্ষণীয় গল্প " প্রকাশ নামে এক কৃষকের এক গাধা ছিল । সেই গাধা দিয়ে একসময় সে অনেক চাষাবাদ করত । কিন্তু এখন আর সেরকম ভাবে  গাধাটিকে সে কাজে লাগায় না, কারণ গাধাটি এখন বুড়ো হয়ে গেছে। একদিন প্রকাশ দেখল যে , রাত হতে চললেও তার গাধাটি এখনও বাড়ি ফিরছে না । কিন্তু সে এটিতে বিন্দু মাত্র বিচলিত হলো না । কারণ বুড়ো গাধা, এমনিতেও ওটা আর তেমন কাজের না । সারাদিন শুধু থৈ থৈ করে বেড়ায়।   আরো পড়ুনঃ  Top 10 Most Handsome And Hottest korean Actor 2024 পরের দিন সকালে প্রকাশ তার গাধাটিকে খুজতে গেল। তার কানে বনের ভেতর থেকে গাধার চিৎকারের আওয়াজ এলো । সে গিয়ে দেখল তারই গাধাটি একটি অগভীর কুয়োতে পরে আছে । কিন্তু কিছুতেই সে কুয়ো থেকে উঠতে পারছে না । গাধাটিকে কুয়ো থেকে টেনে তোলার বদলে ,প্রকাশ একটি কোদাল নিয়ে এসে কুয়োতে মাটি ফেলতে লাগল।  তার কথা হলো ,এমনিতেই গাধাটি বুড়ো হয়ে গেছে, এটা কোন কাজের না। শুধু শুধু খাবার খায়। আর তাছাড়াও আর কিছুদিন পর গাধাটি মরেই যাবে , তখন আবার এটাকে তুলে নিয়ে এসে মাটি দিতে হবে । তার চেয়ে বরং এটাকে এখানেই পুতে দেওয়া ভালো। বেশি খাটুনি করতে হবে না । ওটা ওখানেই মারা যা...

গল্প || তিন মুসাফির এর হাঁসির গল্প ||হাঁসির গল্প||মজার গপ্পো

তিন মুসাফির এর হাঁসির গল্প   আগেকার দিনে একদল  লোক দেশে দেশে  মুসাফিরি করে বেড়াত। নানা যায়গায় ঘুরে তারা সকল দেশের নিয়ম ও  রাজনীতি যেনে বইপুস্তক লিখত।তাদের মধ্যে হিন্দু, মুসলমান,খ্রিশটান ,ইহুদি, সবাই থাকত। ভিন্ন জাতের বলে কেউ কাওকে অবহেলা করত না। এমনি  তিন মুসাফির বিদেশ ভ্রমনে বের হয়েছে। একজন ইহুদি , একজন খ্রশটান আর একজন  মুসলমান।  সেদিন তারা  ঘুরতে ঘুরতে এক নতুন দেশে এসে উপস্থিত হল । আরো পড়ুনঃ  আমলকি খাওয়ার নিয়ম ও ২০ টি উপকারিতা পথ চলে তারা যেমনই  হয়রান,তেমনই ক্ষুধাই  কাতর ছিল । কিন্তু তখন  অনেক রাত হয়ে গেছে। গ্রিহস্তেরা সবাই ঘরদোর বন্ধ করে ঘুমিয়ে পরেছে। না পেল তারা খাবার না পেল থাকার জায়গা ! একটা বটগাছের তলায় কম্বল বিছিয়ে তারা শোয়ার যোগার করল। আরো পড়ুন ঃ  তিন চোরের হাসির গল্প 🤣| ছোটো গল্প | funny story | মজার গল্প | এমন সময় একটি লোক সামান্য কিছু মিঠায় এনে তাদের উপহার দিল। তিঞ্জনেরই এত ক্ষুধা  পেয়েছিল যে ,এই সামান্য মিঠায় ভাগ করে খেলে তাদের কারোই পেট ভরবে না । খুধার সময় সামান্য কিছু খেলে ক্ষুধা আরো বাড়ে , তাই তা...

হাসির গল্প উকিলের বুদ্ধি 🤣| মজার গল্প | ছোটো গল্প | funny story |

  উকিলের বুদ্ধি গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছ থেকে ২৫ টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন পাঁচশ টাকায় দারিয়েছে। চাষা অনেক কষ্টে একশ টাকা যোগার করেছে। কিন্তু মহাজন বলেছে,পাচশ টাকার এক টাকাও কম নয়। দিতে না পারো তো জেলে যাও । সুতরাং চাশার আর রক্ষা নাই।   এমন সময় শ্যমলা মাথায় চশমা চোখে তোখড় বুদ্ধি উকিল এসে বলল। ঐ একশ টাকা আমায় দিলে তোমার বাচবার উপায় করতে পারি। চাষা তার হাতে ধরল,পায়ে ধরল, বলল আমায় বাচিয়ে দিন। উকিল বলল ,তবে শোন আমার ফন্দী বলি । যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দারাবে, বাপু হে কথাটা কইও না ।  যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক। তুমি তার জবাবটি দেবে না ,শুধু পাঠার মত ব্যা করবে। তা যদি করতে পারো ,তাহলে আমি তোমায় খালাশ করিয়ে দেব। চাষি বলল ,আপনি কর্তা যায় বলেন আমি তাতেই রাজী। আরো পড়ুন ঃ  হাসির গল্প দুই ভাই | মজার গল্প | funny story| আদালতে মহাজনের মস্তে উকিল চাশাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি ৭ বছর আগে ২৫ টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যা। উকিল বলল খবরদার, নিয়েছিলি কি না বল ? চাষা বলল ,ব্যা । উকিল বলল ,হুজুর চাশ...

ভালো কর্মের ফল(বাংলা গল্প)/Bengali Short Story/Bangla Moral Story

  ভালো কর্মের ফল কোন এক নগরে এক বৃদ্ধ চোর থাকত । তার ১৮ বছরের এক ছেলে ছিল। নিজের বয়স বারছে দেখে সে তার ছেলেকেও চুরি বিদ্যা শেখাতে শুরু করে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সেও চুরি বিদ্যাই পারদশশি হয়ে উঠেছিল , আর পিতা পুত্র মিলে ভালোই দিন কাটাচ্ছিল ।  আরো পড়ুন ঃ  হাসির গল্প দুই ভাই | মজার গল্প | funny story| একদিন বৃদ্ধ চোর তার ছেলেকে বলল, দেখো বাবা সাধু - সন্তের কথা বা উপদেশ আমাদের কখনই শোনা উচিত নই । তাদের থেকে আমাদের দূরে থাকাই ভালো ! যদি কোন সাধু মাহাত্তা উপদেশ দেয় , নিজের কানে আঙ্গুল ঢুকিয়ে  সেখান থেকে দোড়ে পালাবে ,বুঝেছ?  হ্যা, বাবা বুঝে গেছি ।তারপর একদিন ছেলে চোরটা ভাবলো । আজ না হয় রাজার বাড়িতেই চুরি করা যাক । আর ছটো খাটো চুরি করে পোষাচ্ছে না । এই ভেবে সে বাড়ি থেকে বেরিয়ে পরল। কিছুটা দূর যাওয়ার পরে সে দেখতে পেল , রাস্তার পাশে একটি গাছের নিচে কিছু লোক ভীড় করে দাঁড়িয়ে আছে। সেই ভীর থেকে একজন লোককে বেরিয়ে আসতে দেখে সে তখন তাকে জিজ্ঞাসা করল । ওই জায়গাটিতে এত লোক ভীড় করে দারিয়ে আছে কেনো? সেই লোক্টি উত্তর দিল, সেখানে একজন মহাত্তা উপদেশ দিচ্ছে। এটা শুনে তখন সেই...