একটি শিক্ষনীয় গল্প এক কলা বিক্রেতা ৫ টাকা পিস দরে কলা বিক্রি করছিল। প্রচুর বিক্রি হচ্ছিল। মানুস নিচ্ছে আর ছিলে ছিলে খাচ্ছে। এ দেখে বিক্রেতা ভাবল যদি কলা গুলো ছিলে রাখি তাহলে ক্রেতাদের আর কস্ট করে ছিলতে হবে না এবং ছিলে দেওয়ার কারণে দাম ও বেশি পাবো। তখন সে কিছু কলা ছিলে রেখে তার দাম ধার্য করল ৬ টাকা পিস। এখন ক্রেতারা এসে দাম জিজ্ঞেস করলে সে বলছে এগুলো ৫ টাকা আর ছেলা গুলো ৬ টাকা । ক্রেতারা তখন ৫ টাকা পিসের কলা নিয়ে যাচ্ছে । সে ভাবল যখন কম দামি কলা থাকবে না , তখন দাম বেশি দিয়ে নিয়ে যাবে। এক সময় ৫ টাকা দরের কলা সব শেষ । এখন আর কোন ক্রেতা তার কাছে আসে না । তবে প্রচুর মাছি এসে বিনামুল্যে কলা খাচ্ছে আর ভো ভো করে ঊড়ে বেড়াচ্ছে। এখন সে ভাবল দাম কমালে বিক্রি হবে । সে দাম কমাতে কমাতে ০ টাকাতে চলে এসেছে ,তবুও কেউ নিল না । দিনের শেষে সেগুলো ড্রেনে ফেলে দিল। যে দ্রেন পরিষ্কার করে সে ওই সময় টাকা তুলতে এসেছিল। তার নজরে পরে গেল ছিলা কলা গুলা। আরো পড়ুনঃ তিন চোরের হাসির গল্প 🤣| ছোটো গল্প | funny story | মজার গল্প | সে বলল,ভাই এত আবর্জনা করলে? এ আমি পরিষ্কার করতে পারব না। অনেক কথার প...