১০টি সহজ ধাঁধা ১. হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে এবং তার প্রান আছে ।বলুন তো কে সে? উত্তরঃ সাপ । ২. দিনের আলো ও রাতের অন্ধকারের সন্ধিক্ষণকে এক কথায় কি বলে ? উত্তরঃ গোধূলি । ৩. আচ্ছা বলুন তো কার ছাতা সবচেয়ে ছোট ? উত্তরঃ ব্যাঙের ছাতা । ৪. মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো মসলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে? উত্তরঃ বাটা মাছ । ৫. ৮ বছর বয়সে মেয়েদের কি বলা হয়? উত্তরঃ গৌরি । ৬. কোন সে গাছের না বল তুমি ,শুনি আমি যার মাঝের অক্ষর বাদ দিলে হাতে ব্যভার করে নারী ? উত্তরঃ বাবলা গাছ । ৭. মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে নামটা কি হবে ? 🚌+on+চা উত্তরঃ Bus on tea ৮. উট ভারতের কোন রাজ্যের রাজ্য পশু ? উত্তরঃ রাজস্থানের । ৯. আপনি কি জানেন সবথেকে প্রাচিন তম বেদ কোনটি ? উত্তরঃ ঋগ্বেদ । ১০. কে ১০ জন মানুষকে হত্যা করলেও তার কোন শাস্তি হয় না ? উত্তরঃ জল্লাদ । ১১. পৃথিবীর সবচেয়ে বড় খেজুর বাগান কোথায় আছে? উত্তরঃ সৌদি আরব।