হাঁসির গল্প
দুই ভাই ছিল । ছোট ভাই ভীষণ বোকা আর বড় ভাই ভীষণ চালাক। বাবা মারা যাওয়ার পর দুই ভাই বাবার সম্পত্তি ভাগ করে নিল। সম্পত্তি আর কি একটা খেজুর গাছ , একটা দুধের গাভী আর একটা কাঁথা । বড় ভাই ভুজুং ভাজুং দিয়ে সম্পত্তি এইভাবে ভাগ করে নিল ,খেজুর গাছের আগা বড় ভাইয়ের আর গোড়া ছোট ভাইয়ের , গাভীর মাথাটা ছোট ভাইয়ের আর পেছনটা বড় ভাইয়ের আর কাঁথা দিনের বেলাই ছোট ভাইয়ের কাছে থাকবে কিন্তু রাতের বেলায় বড় ভাইয়ের কাছে থাকবে।
আরো পড়ুনঃ কাঁচা হলুদের ১০টি বিস্ময়কর স্বাস্থ্যগত উপকারীতা
ছোট ভাই বোকা মানুষ সব মেনে নিল। খেজুর গাছের গোড়ায় সে পানি দেয়, গরুর মাথাকে ঘাস খাওয়ায় আর দিনের বেলায় কাঁথা রোদে শুকাতে দেয়।
বড় ভাই মহা আনন্দে খেজুর গাছের খেজুর খায়,খেরুরের রস খায়,গরুর দুধ খায় আর রাতে কাঁথা মুড়ি দিয়ে আরামে ঘুমায় ।ছোট ভাই ভাগ চাইলেই বলে গাছের গোড়ার কাছ থেকে চেয়ে নে । গরুর মাথা থেকে দুধ নে। দিনের বেলা কাঁথা মুড়ি দিয়ে ঘুমা। ছোট ভাই আর কি করবে। সব নিজের ভাগ্য মনে করে নিরবে কাজ করে যায়। একদিন এক চালাক লোকের সাথে তার দেখা হয়। সব শুনে চালাক লোক তাকে বুদ্ধি শিখিয়ে দিল। পরের দিন বড় ভাই খেজুর গাছে রস লাগাতে উঠতেই ছোট ভাই কুড়াল নিয়ে ছোট ভাই গাছের গোড়ায় কোপ দিতে শুরু করে ।
আরো পড়ুনঃ Top 10 Richest Men in the world 2024
বড় ভাই বলে, আরে আরে করিস কি ? ছোট ভাই বলে আমার অংশে আমি যা খুশি করব। বড় ভাই সব বুঝতে পারে। বলে কি চাস ,বল? ছোট ভাই জবাব দিল ,ফল আর রসের সমান ভাগ। সাথে তুমিও গাছের যত্ন নিবে। বড় ভাই কি আর করবে ,মেনে নেই।
আবার বড় ভাই গরুর দুধ দুয়াতে যেতেই ছোট ভাই লাঠি দিয়ে গরুর মাথায় আঘাত করতে থাকে। মার খেয়ে গরু লাথি ছোরে । সেই লাথি খেয়ে বড় ভাইয়ের দফা রফা। বড় ভাই বলে, আরে আরে কি করিস? ছোটো ভাই বলে আমার অংশে আমি যা খুশি করব। বড় ভাই সব বুঝতে পারে । বলে কি চাস ,বল? ছোট ভাই জবাব দেয়, গড়ুর সমান যত্ন আর দুধের সমান ভাগ। বড় ভাই তাতেও রাজী। মনে মনে ভাবে কাথার কি করবি? রাতে শিতে কষ্ট পেতেই হবে।
আরো পড়ুনঃ তিন চোরের হাসির গল্প 🤣| ছোটো গল্প | funny story | মজার গল্প |
কিন্তু হায় ,ছোট ভাই আজ কাঁথা শুকানোর বদলে ভিজিয়ে রেখেছে। ভেজা কাথায় কি শোয়া যায়? বড় ভাই বলে ,আরে কি করিস? ছোট ভাই বলে আমার অংশে আমি যা খুশি করব।
উপদেশঃ মানুষের বিবেক বুদ্ধি সব সময় এক থাকে না । আর সত্তিকার অর্থে কাউকে ঠকাতে গেলে নিজেরই ঠকার সম্ভবনা থাকে। ্তাই অতি চালাকি ভালো নয়।
Comments
Post a Comment