উকিলের বুদ্ধি
গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছ থেকে ২৫ টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন পাঁচশ টাকায় দারিয়েছে। চাষা অনেক কষ্টে একশ টাকা যোগার করেছে। কিন্তু মহাজন বলেছে,পাচশ টাকার এক টাকাও কম নয়। দিতে না পারো তো জেলে যাও । সুতরাং চাশার আর রক্ষা নাই।
এমন সময় শ্যমলা মাথায় চশমা চোখে তোখড় বুদ্ধি উকিল এসে বলল। ঐ একশ টাকা আমায় দিলে তোমার বাচবার উপায় করতে পারি। চাষা তার হাতে ধরল,পায়ে ধরল, বলল আমায় বাচিয়ে দিন। উকিল বলল ,তবে শোন আমার ফন্দী বলি । যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দারাবে, বাপু হে কথাটা কইও না । যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক। তুমি তার জবাবটি দেবে না ,শুধু পাঠার মত ব্যা করবে। তা যদি করতে পারো ,তাহলে আমি তোমায় খালাশ করিয়ে দেব। চাষি বলল ,আপনি কর্তা যায় বলেন আমি তাতেই রাজী।
আরো পড়ুন ঃ হাসির গল্প দুই ভাই | মজার গল্প | funny story|
আদালতে মহাজনের মস্তে উকিল চাশাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি ৭ বছর আগে ২৫ টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যা। উকিল বলল খবরদার, নিয়েছিলি কি না বল ? চাষা বলল ,ব্যা । উকিল বলল ,হুজুর চাশার বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি এমন করিস তোকে আমই ফাটক দেব। চাষা অত্যন্ত ভয়ে পেয়ে কাঁদ কাঁদ হয়ে বলল ,ব্যা ব্যা। হাকিম বললেন লোকটা কি পাগল নাকি ?
তখন চাষার উকিল উঠে বলল । হুজুর ও কি আজকে পাগল , ও বহুকালের পাগল, জন্মঅব্দি পাগল । ওর কি কোন বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে ? ও আবার কর্জ নিবে কি ! ও কি কখনো খত লিখতে পারে নাকই ? আর পাগলের খত লিখলেই বা কি? দেখুন দেখই এই হতভাগা মহাজনটার কান্ড দেখুন তো ! ইচ্ছে করে যেনে শুনে পাগল টাকে ঠকিয়ে নেবার চেষ্টা করছে । আরে ওর কি মাথার ঠিক আছে ? এরা বলেছে এইখানে একটা আঙ্গুলের টিপ দে ,ও কি জানে ,সে অমনি টিপ দিয়েছে ।এই তো ব্যাপার ।
আরো পড়ুন ঃ Top 10 Most Handsome And Hottest korean Actor 2024
দুই উকিলে ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিকক্ষণ শুনে টুনে বললেন, মকাদ্দমা ডিসমিস । মহাজনের তো চক্ষুস্তির । সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা না হয় তোর চারশ টাকা ছেড়েই দিলাম ঐ একশ টাকায় দে। চাষা বলল ব্যা। মাহাজন জতই বলে, যতই বোঝায় , চাষা তার পাঠার বলি কিছুতেই ছারে না । মাহাজন রেগে মেগে বলে গেল,দেখে নেব,আমার টাকা তুই কেমন করে হজম করিস।
চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে, এমন সময় তার উকিল এসে ধরল যাচ্ছ কোথায় বাপু ? আমার পাওনাটা আগে চুকিয়ে যাও । একশ টাকায় তো রফা হয়েছিল , এখন মকাদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যা । উকিল বলল বাপু হে এসব চালাকি চলবে না - টাকাটি এখন বের করো । চাষা বোকার মত মুখ করে আবার বলল, ব্যা । উকিল তাকে নরম ,গরম অনেক কথায় শোনাল। কিন্তু চাশার মুখে কেবলই ওই এক জবাব, ব্যা । তখন উকিল বলল, হতভাগা গোমুক্ষু পাড়াগেঁয়ে ভূত - তোর পেটে এত শয়তানি কে জানে ! আগে যদি জানতাম তাহলে পোটলাসুদ্ধ টাকা আটকে রাখতাম।
বুদ্ধিবান উকিলের আর দক্ষিনা পাওয়া হলো না।
Comments
Post a Comment