ঘরের ১৫টি সুন্নত
অন্য এক হাদিসে বর্ণিত আছে, 'যে ঘরে কোন বাদ্যযন্ত্র কিংবা ঘণ্টি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না।' (নাসায়ীঃ৫২৩৭)
আরো পড়ুনঃ ৪৫টি শিরক! যা আমরা না জেনে নিয়মিত করে থাকি!!
৯.ঘরে কুরআন তিলাওয়াত করাঃ হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত; তিনি বলেন,'যে ঘরে কুরআন তিলাওয়াত করা হয়, সে ঘর বসবাসকারীদের জন্য প্রশস্ত হয় এবং ফেরেশতা প্রবেশ করে,বরবক বৃদ্ধি পায় এবং শয়তান দূরে থাকে ,আর যে ঘরে কুরআন তিলাওয়াত করা হয় না, সে ঘর বসবাসকারীদের জন্য সঙ্কীর্ণ হয়।ফেরেশতারা দূর হয়ে যায়, শয়তানের আনাগুনা বাড়ে এবং বরকত কমে যায়।' ( সুনানে দারেমী )
১০. ঘরে নফল নামায আদায় করাঃ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত ; তিনি বলেন, 'তোমরা তোমাদের ঘরগুলোতে নফল নামায আদায় করো ।এগুলো কে কবর বানিয়ো না।'(বুখারীঃ৪৩২)
১১. মা-বাবা,ছেলে-মেয়ে, ভাই-বোন প্রাপ্তবয়স্ক হলে একে অপরের রুমে প্রবেশ করতে অনুমতি নেয়াঃ হযরত আতা ইবনে ইয়াসার রহ. থেকে বর্ণিত ; তিনি বলেন, 'এক ব্যাক্তি নবীজী (সা.) কে জিজ্ঞেস করলো ,হে আল্লাহর রসূল! আমি কি আমার মায়ের রুমে জেতে অনুমতি নেব ? রাসুল (সা.) বললেন, তুমি তোমার মায়ের রুমে যেতেও অনুমতি নিবে । লোকটি বলল আমি তো তার ঘরেই থাকি ! নবীজী বললেন, তবুও অনুমতি নিয়ে প্রবেশ করবে ।সে পাল্টা প্রশ্ন করল ,আমি তো মায়ের খেদমত করি ! নবীজী বললেন, তুমি যদি পছন্দ করো তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে? সে বলল ,না। রাসুল (সা.) বললেন, তাহলে অনুমতি নিয়ে প্রবেশ করো।' (মুয়াত্তা মালেকঃ ১৭৫৯)
আতা রহ. সূত্রে বর্ণিত; তিনি বলেন ,'আমি ইবনে আব্বাস (রা.) কে জিজ্ঞেস করলাম, আমি কি আমার বোনের রুমে যেতে অনুমতি নেব? তিনি বললেন, হ্যাঁ ।আমি বললাম, সে তো আমার ঘরেই থাকে! তিনি বললেন , তুমি কি তাকে বিবস্ত্র দেখতে পছন্দ করো ? সে বলল ,না সুতরাং বোনের রুমে যেতেও অনুমতি নিবে ।'(আদাবুল মুফরাদঃ৮১১)
১২.ঘরে প্রয়োজনীয় কাজে ব্যাস্ত থাকাঃ হাদিস শরিফে এরশাদ হয়েছে; হযরত আয়েশা (রা.) কে জিজ্ঞাসা করা হয়েছিল; নবীজী ঘরে থাকা অবস্থায় কি করেন? তিনি বললেন , 'নবীজী ঘরে থাকা অবস্থায় কখনোও নিজের জুতা সেলায় করতেন কিংবা কাপড় তালি দিতেন।'(সহিহ ইবনে হিব্বানঃ ৫৬৭৭)
১৩.কোন ঘরে একাকী রাত যাপন না করাঃ আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) সূত্রে বর্ণিত ; 'নবী করীম (সা.) কোন ঘরে একাকী রাত যাপন করতে এবং একাকী দূরবর্তী সফর করতে নিষেধ করেছেন ।'(মুসনাদে আহমদঃ৫৬৫০)
আরো পড়ুনঃ এই ১৬ শ্রেণীর ব্যাক্তির নামাজ কবুল হয় না!
১৪. ঘুমানোর আগে ঘরের দরজা, হাড়ি-পাতিলের মুখ ও বাতি বন্ধ করাঃ হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত ; নবী করীম (সা.) বলেছেন, 'তোমরা হাঁড়ি - পাতিলের মুখ ঢেকে রাখবে ।দরজা বন্ধ রাখবে।বাতি নিভিয়ে রাখবে। ' (বুখারীঃ৫৬২৩)
১৫. ঘরে প্রয়োজনাতিরিক্ত বিছানা না রাখাঃ হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত ; তিনি বলেন, 'নবীজী (সা.) তাকে বলেছেন,ঘরে একটি বিছানা থাকে পুরুষের জন্য আর একটি থাকে নারীর জন্য ,আরেক্তি থাকে মেহমানের জন্য আর চতুর্থ টি থাকে শয়তানের জন্য ।'(মুসলিমঃ২০৮৪)
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে পোষ্ট এ বর্ণিত সুন্নত গুলোর উপর আমল করার তৌফিক দান করুন ।আমিন।
Comments
Post a Comment