তিন মুসাফির এর হাঁসির গল্প
আগেকার দিনে একদল
লোক দেশে দেশে
মুসাফিরি করে বেড়াত।
নানা যায়গায় ঘুরে তারা
সকল দেশের নিয়ম ও
রাজনীতি যেনে বইপুস্তক
লিখত।তাদের মধ্যে হিন্দু,
মুসলমান,খ্রিশটান ,ইহুদি,
সবাই থাকত। ভিন্ন জাতের
বলে কেউ কাওকে
অবহেলা করত না। এমনি
তিন মুসাফির বিদেশ
ভ্রমনে বের হয়েছে।
একজন ইহুদি , একজন
খ্রশটান আর একজন
মুসলমান। সেদিন তারা
ঘুরতে ঘুরতে এক নতুন
দেশে এসে উপস্থিত হল ।
আরো পড়ুনঃ আমলকি খাওয়ার নিয়ম ও ২০ টি উপকারিতা
পথ চলে তারা যেমনই
হয়রান,তেমনই ক্ষুধাই
কাতর ছিল । কিন্তু তখন
অনেক রাত হয়ে গেছে।
গ্রিহস্তেরা সবাই ঘরদোর
বন্ধ করে ঘুমিয়ে পরেছে।
না পেল তারা খাবার না
পেল থাকার জায়গা !
একটা বটগাছের তলায়
কম্বল বিছিয়ে তারা
শোয়ার যোগার করল।
আরো পড়ুন ঃ তিন চোরের হাসির গল্প 🤣| ছোটো গল্প | funny story | মজার গল্প |
এমন সময় একটি লোক
সামান্য কিছু মিঠায় এনে
তাদের উপহার দিল।
তিঞ্জনেরই এত ক্ষুধা
পেয়েছিল যে ,এই সামান্য
মিঠায় ভাগ করে খেলে
তাদের কারোই পেট ভরবে
না । খুধার সময় সামান্য
কিছু খেলে ক্ষুধা আরো
বাড়ে , তাই তাদের মধ্যে
ইহুদি মুসাফিরটা ছিল
অতি চালাক , সে বলল
এসো ভাই ! আমরা
সকলেই ঘুমিয়ে পরি
ঘুমিয়ে ঘুমিয়ে যে
সবচাইতে ভালো স্বপ্ন
দেখবে, সেই মিঠায়
খাবে । সে ভেবেছিল
বানোয়াট গল্প বলে
সকালবেলা সেই মিঠাই সে
খাবে।
আরো পড়ুন ঃ Top 10 Richest Men in the world 2024
একথা সকলেই মেনে
নিল। তারা জার যার
বিছানায় শুয়ে ঘুমিয়ে
পড়ল।
শেষ রাত্রে মুসলমান
মুসাফির জেগে উঠল।
জেগে উঠে টপাটপ করে
সমস্ত মিঠাই খেয়ে ফেলল।
আর মিঠাইয়ের পাত্রটি
রুমাল দিয়ে ঢেকে রাখল।
আরো পড়ুন ঃ কাঁচা হলুদের ১০টি বিস্ময়কর স্বাস্থ্যগত উপকারীতা
ইহার মধ্যে ভোর হয়েছে।
খিস্টান আর ইহুদিও
আড়ামোড়া দিয়ে জেগে
উঠল । তখন তারা একে
অপরকে জিজ্ঞাসা করতে
লাগল, কে কেমন সপ্ন
দেখেছে প্রথমে খ্রিস্টান
বলতে আরম্ভ করল।
আরে ভাই আমি যে কি
মজার স্বপ্ন দেখেছি!
ইহুদি এগিয়ে এসে বলল,
কি দেখেছ ভাই ?
Comments
Post a Comment