আল্লাহ তায়ালার ৫০ টি উপদেশ
আসসালামুআলায়কুম ,আজ আমরা আল্লাহ তায়ালার ৫০টি উপদেশ সম্পর্কে জানবো । ইনশাআল্লাহ্ ।এই পোস্ট এ আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। যাতে সাধারণ মানুষ ও বুঝতে পারে। কারণ কোরানের ভাষা সাহিত্যিক ভাষা ,যা শুধু শিক্ষিতরাই বুঝতে পারে। আর এই কথা গুলো সাধারণ মানুষের অনেক প্রোয়োজন । দলিল সাজানো হয়েছে সূরা নাম্বার ও আয়াত নাম্বার অনুযায়ী ।
আল্লাহর ৫০ টি উপদেশ
আরো পড়ুন ঃ ভালো কর্মের ফল(বাংলা গল্প)/Bengali Short Story/Bangla Moral Story
১. যারা আল্লাহর বাণীকে গুরুত্ত দেয় না , তা নিয়ে অবহেলা করে , হাঁসি ঠাট্টা করে ,তাদের কাছ থেকে সরে যাবে । ৬ঃ৭০
২.পরিস্কার পরিচ্ছন্ন থাকবে । ৯ঃ১০
৩. ঘুষ খাবে না এবং ঘুষ দিবে না । ২ঃ১৮৮
৪. অন্যের টাকা -পয়সা,সম্পত্তি জেনে শুনে অন্যায় ভাবে দখল করবে না । ২ঃ১৮৮
৫. অন্ন, বস্ত্র, বাসস্থান,সংস্থানের জন্য তোমরা জাদের আনুগত্য করছো,তাদের কোন ক্ষমতাই নেই তোমাদের কিছু দেবার ,শুধুমাত্র আল্লাহর কাছে চাও। ২৯ঃ১৭
৬. খাওয়ারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে, তখনই যাবে , বেশি আগে যাবে না।খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে , যাতে অসুবিধা না হয়। ৩৩ঃ৫৩
৭. কথা বলার সময় কারো পক্ষ পাতিত্ত করবে না , সেটা যদি নিকট আত্মীয়দের বিরুদ্ধেও হয় । ৬ঃ১৫২
৮. বাবা -মার সব বেপারে সবচেয়ে ভালো ভাবে বাবস্থা নিবে । ২ঃ৮৩ । বাবা-মার সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যাবহার করবে । ৪ঃ৩৬
৯. কাছের আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে । ২ঃ৮৩,৪ঃ৩৬
১০. এতিম এবং অভাবী মানুষদের সাহায্য করবে । ২ঃ৮৩, ৪ঃ৩৬
আরো পড়ুন ঃ ১৫টি ভাইরাল ফেসবুক ক্যাপশন 🍁| Facebook Caption Bangla ♥️
১১. কারো কোন উপকার করলে ,তা তাকে মনে করিয়ে দিয়ে কষ্ট দিবে না । ২ঃ২৬২
১২. কারো উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোন উপকার, এমনকি ধন্যবাদ ও আশা করবে না । ৭৬ঃ৯
১৩. কাওকে কথা দিলে অবশ্যয় কথা রাখবে । তোমার প্রত্যেকটা অঙ্গীকারের বেপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। ১৭ঃ৩৪
১৪. যারা ভালো কাজ করছে তাদেরকে ভালো কাজে সাহায্য করবে,উৎসাহ দিবে, তাদের সাথে ভালো কাজে যোগ দিবে। যারা খারাপ কাজ করে তাদের কোনো ধরণের সাহায্য করবে না । ৫ঃ২
১৫. যারা ফাজলামু করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় থাকতেই সরে যাবে । ২৫ঃ৭২
১৬. নোংরামি,অস্লিল কাজের ধারের কাছেও যাবে না, সেটা গোপনে হোক অথবা প্রকাশ্যে। ৬ঃ১৫২
১৭. বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো , কাম দৃষ্টি নিয়ে তাকাবে না ,এক পলকের জন্যও নয়। ২৪ঃ৩০ , ২৪ঃ৩১, ৪০ঃ১৯
১৮. কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য পাচ্ছ। অন্যদেরকে নির্দোষ হিসেবে নিবে, যতক্ষণ না তার দোষ প্রমানিত হয় । ২৪ঃ১২
১৯. দুষ্ট ,খারাপ কেউ তোমাকে কোন খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও ,যাতে করে তুমি এমন কিছু করে না ফেল , জার জন্য তোমাকে পরে পস্তাতে হয়। ৪৯ঃ৬
২০. তোমার যা সম্পর্কে সথিক জ্ঞান নেই , তা অন্ধ অনুসরণ করবে না ,কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি , শ্রবণ এবং হৃদয় এই সব কিছুর বিচার হবে । ১৭ঃ৩৬
আরো পড়ুন ঃ আমলকি খাওয়ার নিয়ম ও ২০ টি উপকারিতা
২১. যে কোন মানুষের সঙ্গে কথা বলার সময় ভদ্র ,মার্জিত ভাবে কথা বলবে । ২ঃ৮৩
২২. কোনো ভণিতা না করে ,ধকা না দিয়ে, যা বলতে চাও পরিষ্কার করে বলবে । ৩৩ঃ৭০
২৩. চিৎকার করবে না , কর্কশ ভাবে কথা বলবে না ,নম্র ভাবে কথা বলবে । ৩১ঃ১৯
২৪. মনের মধ্যে যা আছে সেটাই মুখে বলবে । ৩ঃ১৬৭
২৫. ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না । যারা ফালতু কথা বলে , অপ্রয়জনীয় কাজ করে সময় নষ্ট করে তাদের কাছ থেকে সরে যাবে । ২৩ঃ৩, ২৮ঃ৫৫
২৬. কাউকে নিয়ে উপহাস করবে না , টিটকারি দিবে না , ব্যঙ্গ করবে না । ৪৯ঃ১০
২৭. অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না , কারো মানহানি করবে না । ৪৯ঃ১০
২৮. কাউকে কোন বাজে নামে ধাকবে না । ৪৯ঃ১০
২৯. নিজেই নিজের গুন জাহির করে অন্যকে মুগ্ধ করার চেষ্টা করবে না । ৫৩ঃ৩২
৩০. যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন , তাদেরকে হিংসা করবে না , সে যদি তোমার নিজের ভাই-বোন ও হয়। ৪ঃ৫৪
আরো পড়ুন ঃ কাঁচা হলুদের ১০টি বিস্ময়কর স্বাস্থ্যগত উপকারীতা
৩১. দেমাক দেখিয়ে চলাফেরা করবে না । ১৭ঃ৩৭
৩২. তাড়াহুড়ো করবে না , ধীরে সুস্তে চলাফেরা করবে ।৩১ঃ১৯
৩৩. বিন্যের সাথে চলাফেরা করবে । ২৫ঃ৬৩
৩৪. বেশি সন্দেহ করবে না, কিছু সন্দেহ আছে যেটা করা গুনাহ, আন্দাজে ধিল মারবে না , একে অন্যের প্রতি গুপ্তচরগিরি করবে না । ৪৯ঃ১২
৩৫. কাউকে জিজ্ঞেস না করে এবং সুন্দর সম্ভাষণ না জানিয়ে তার ঘরে কখনও ঢুকে পরবে না । ২৪ঃ২৭
৩৬. কারো সাথে দেখা হলে তাকে সুন্দরভাবে সম্ভাষণ জানাবে ,সালাম দিবে কেউ তোমাকে সম্ভাষণ জানালে তাকে তার থেকে আরো ভালো ভাবে সম্ভাষণ জানাবে, সালাম দিবে। যদি সেটা না পারো অন্তত সে যেভাবে জানিয়েছে , সেভাবে জানাবে । ৪ঃ৮৬
৩৭. যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্য কারো ঘরে যাবে , ঘরে যারা আছে তাদেরকে সুন্দরভাবে সম্ভাষণ জানাবে এবং তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে । ২৪ঃ৬১
৩৮. কেউ ভুলে দোষ করে ক্ষমা চাইলে এবং নিজেকে সংশোধন করলে তাকে আগ্রহ নিয়ে, কোন রাগচেপে না রেখে ক্ষমা করে দিবে। ৬ঃ৫৪ , ৩ঃ১৩৪
৩৯. অজ্ঞ, বর্বর , বিপথগামী লোকজন অপ্রোয়জনীয় কথাবার্তা ,খামোখা যুক্তিতর্ক করতে গেলে তাদেরকে সালাম/শান্তি বলে সরে যাবে । ২৫ঃ৬৩
৪০. নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো ,অন্যদেরকে ঠিক করার আগে। ৬৬ঃ৬
আরো পড়ুন ঃ Top 10 Richest Men in the world 2024
৪১. বন্ধু এবং প্রতিবেশীদের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখবে । ৪ঃ৩৬
৪২. বিপদে পড়া পথিক-জাত্রিদেরকে সাহায্য করবে । ৪ঃ৩৬
৪৩. যারা তোমার অধিনে কাজ করে এবং দাসদাসী বা কাজের লোকদের সাথে সুন্দর ব্যাভার করবে । ৪ঃ৩
৪৪. জাতি ,ধর্ম , বর্ণ , ভাষা ,জোগ্যতা নিরবিশেষে সব মানুষকে সম্মান কর । ১৭ঃ৭০
৪৫. জাতি, বর্ণ, ভাষা, যোগ্যতা নির্বিশেষে বিশ্বাসীরা সবাই ভাই-ভাই,বোন-বোন। তোমরা সবাই একি পরিবারের সদস্যের মত একে অন্যের ভাই-বোন হিসেবে থাকবে । ৪৯ঃ১০
৪৬. অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে। কথার চেয়ে কাজের প্রভাব বেশি । ২ঃ৪৪
৪৭. কখনও মিথ্যা কথা বলবে না । ২২ঃ৩০
৪৮. সুত্যকে মিথ্যা দিয়ে ঘলা করবে না এবং জেনে শুনে সত্যকে গোপন করবে না । ২ঃ৪২
৪৯. যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে , তাহলে সে বেপারে মুখ বন্ধ রাখো । তোমার মনে হতে পারে ,এসব সামান্য ব্যপারে সঠিকভাবে না জেনে কথা বললে অত সমস্যা নেই । কিন্তু তুমি জানো না সেটা হয়ত আল্লাহর কাছে অতি ভয়ংকর ব্যাপার । ২৪ঃ১৪, ২৪ঃ১৫
৫০. মানুষকে বিচক্ষনভাবে ,মার্জিত কথা বলে আল্লাহর পথে ডাকবে । তাদের সঙ্গে অতন্ত ভদ্র,শালীন ভাবে যুক্তি তর্ক করবে । ১৬ঃ১২৫
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে উক্ত উপদেশ গুলো মানার তৌফিক দান করুন। আমিন।
Comments
Post a Comment