" শিক্ষণীয় গল্প "
প্রকাশ নামে এক কৃষকের এক গাধা ছিল । সেই গাধা দিয়ে একসময় সে অনেক চাষাবাদ করত । কিন্তু এখন আর সেরকম ভাবে গাধাটিকে সে কাজে লাগায় না, কারণ গাধাটি এখন বুড়ো হয়ে গেছে। একদিন প্রকাশ দেখল যে , রাত হতে চললেও তার গাধাটি এখনও বাড়ি ফিরছে না । কিন্তু সে এটিতে বিন্দু মাত্র বিচলিত হলো না । কারণ বুড়ো গাধা, এমনিতেও ওটা আর তেমন কাজের না । সারাদিন শুধু থৈ থৈ করে বেড়ায়।
আরো পড়ুনঃ Top 10 Most Handsome And Hottest korean Actor 2024
পরের দিন সকালে প্রকাশ তার গাধাটিকে খুজতে গেল। তার কানে বনের ভেতর থেকে গাধার চিৎকারের আওয়াজ এলো । সে গিয়ে দেখল তারই গাধাটি একটি অগভীর কুয়োতে পরে আছে । কিন্তু কিছুতেই সে কুয়ো থেকে উঠতে পারছে না । গাধাটিকে কুয়ো থেকে টেনে তোলার বদলে ,প্রকাশ একটি কোদাল নিয়ে এসে কুয়োতে মাটি ফেলতে লাগল।
তার কথা হলো ,এমনিতেই গাধাটি বুড়ো হয়ে গেছে, এটা কোন কাজের না। শুধু শুধু খাবার খায়। আর তাছাড়াও আর কিছুদিন পর গাধাটি মরেই যাবে , তখন আবার এটাকে তুলে নিয়ে এসে মাটি দিতে হবে । তার চেয়ে বরং এটাকে এখানেই পুতে দেওয়া ভালো। বেশি খাটুনি করতে হবে না । ওটা ওখানেই মারা যাবে। এই ভেবে সে কুয়োতে গাধার উপরে মাটি ফেলতে লাগল।
গাধা বলে কি তার বুদ্ধি সুদ্ধি নেই ! প্রকাশ একদিকে মুখ করে কুয়োতে মাটি ফেলেই যাচ্ছে । তখন তার মনে হলো, কুয়োটি ভরে গেছে, তখন সে কুয়োর দিকে তাকিয়ে দেখল গাধাটি মাতির উপরে দাঁড়িয়ে আছে। আসলে প্রকাশ যখন গাধাটির গায়ের উপরে মাটি ফেলছিল ,তখন গাধাটি জ্ঞা ঝারা দিয়ে সেই মাটি ফেলে দিতে থাকে। এতে করে মাটি ধিরে ধীরে কুয়োতে জমা হতে হতে কুয়োটি বন্ধ হতে থাকে। আর এয়াবেই গাধাটি উপরে উঠে যায়।
আরো পড়ুনঃ আমলকি খাওয়ার নিয়ম ও ২০ টি উপকারিতা
শিক্ষনীয় নীতিকথা ঃ আপনি মানুষের যতই উপকার করেন না কেন ,প্রয়োজন শেষ হলে তারাই আপনাকে ত্যাগ করতে চাইবে। আপনাকে দূরে সরিয়ে দিতে চাইবে। হতেও পারে আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতেও সে দ্বিধা বোধ করবে না । এমতাবস্তায় নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এদের থেকে দূরে সরে যাওয়াটায় মঙ্গল ।
Comments
Post a Comment