ভালো কর্মের ফল
কোন এক নগরে এক বৃদ্ধ চোর থাকত । তার ১৮ বছরের এক ছেলে ছিল। নিজের বয়স বারছে দেখে সে তার ছেলেকেও চুরি বিদ্যা শেখাতে শুরু করে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সেও চুরি বিদ্যাই পারদশশি হয়ে উঠেছিল , আর পিতা পুত্র মিলে ভালোই দিন কাটাচ্ছিল ।
আরো পড়ুন ঃ হাসির গল্প দুই ভাই | মজার গল্প | funny story|
একদিন বৃদ্ধ চোর তার ছেলেকে বলল, দেখো বাবা সাধু - সন্তের কথা বা উপদেশ আমাদের কখনই শোনা উচিত নই । তাদের থেকে আমাদের দূরে থাকাই ভালো ! যদি কোন সাধু মাহাত্তা উপদেশ দেয় , নিজের কানে আঙ্গুল ঢুকিয়ে সেখান থেকে দোড়ে পালাবে ,বুঝেছ?
হ্যা, বাবা বুঝে গেছি ।তারপর একদিন ছেলে চোরটা ভাবলো । আজ না হয় রাজার বাড়িতেই চুরি করা যাক । আর ছটো খাটো চুরি করে পোষাচ্ছে না । এই ভেবে সে বাড়ি থেকে বেরিয়ে পরল। কিছুটা দূর যাওয়ার পরে সে দেখতে পেল , রাস্তার পাশে একটি গাছের নিচে কিছু লোক ভীড় করে দাঁড়িয়ে আছে। সেই ভীর থেকে একজন লোককে বেরিয়ে আসতে দেখে সে তখন তাকে জিজ্ঞাসা করল । ওই জায়গাটিতে এত লোক ভীড় করে দারিয়ে আছে কেনো? সেই লোক্টি উত্তর দিল, সেখানে একজন মহাত্তা উপদেশ দিচ্ছে। এটা শুনে তখন সেই চোরটির মাথা ঘোড়ার যোগাড় হয়। তখন সে মনে মনে ভাবতে লাগলো, এর উপদেশ যেন আমার কানে কিছুতেই না পৌঁছে । তাই সে তার কানে আঙ্গুল ঢুকিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে গেলো। যখনই সে সেই ভীড়ের কাছাকাছি গেল যেখানে সেই মাহাত্তা উপদেশ দিচ্ছে। তখন সে রাস্তায় পরে থাকা একটি পাথরে হোঁচট খেয়ে সেখানে পরে যায় , আর সেই সময় মহাত্তাজি বলছিল ।
আরো পড়ুন ঃ Top 10 Most Handsome And Hottest korean Actor 2024
কখনও মিথ্যা কথা বলা উচিত নয়। আর জার নুন খেয়েছো তার কখনো ক্ষতি করোনা । আর জারায় এই উপদেশটি মেনে চলবে তারই সৃষ্টি কর্তা ভালো করবেন। এই দুইটি উপদেশ চোরটির কানে এসে পৌছায় । তারপর সে ঝতপট উঠে দাড়ায় । আর আঙ্গুল দিয়ে নিজের কান বন্ধ করে রাজার মহলের দিকে চুরি করতে ফের রওনা হয়। সেখানে পৌঁছে সে যখনই মহলের দিকে জেতে লাগলো তখন সেখানে দাড়িয়ে থাকা পাহারাদার তাকে আতকে দিয়ে বলল।
আরে কোথায় জাচ্ছ?আর কে তুমি? তখনই সেই চোরটির মহাত্তার উপদেশ মনে পরে গেলো। যে মিথ্যা কথা বলা উচিত নয়। তখন সে উত্তর দিল আমি চোর ,আর আমি এখন এই রাজমহলে চুরি করতে যাচ্ছি । এইটা শিনে প্রহরি ভাবল, হয়ত রাজমহলের কোন চাকর হবে। আমার সাথে মজা করছে। তাই সে বলল ঠিক আছে যাও । এইভাবে চোর সত্যি কথা বলে রাজমহলে প্রবেশ করে গেল। তারপর সে একটি ঘরে প্রবেশ করে গেল। সেখানে অনেক স্বর্ণ মুদ্রা, আরো অন্যান্ন সোনার অলংকার রাখা ছিল । তা দেখে তার মন খুশিতে ভরে গেল। তখন সে একটা ঝোলায় সমস্ত ধন সম্পদ ভরে নিল। তারপর সে আরেকটি অন্য ঘরে ঢুকে পরল। সেই ঘরটি ছিল রান্নাঘর, তাই সেখানে অনেক প্রকারের খাবার দাবার রাখা ছিল। সেই সময় তার অনেক খিদেও পেয়েছিল তাই সে সেখানে বসে খেতে শুরু করে দিল। খাওয়া দাওয়া শেষ করে সে তার ধন সম্পদে ভরা ঝোলা কাধে উঠিয়ে সেখান থেকে বেরোতে যাবে তখনয় তার আবার সেই মহাত্তার কথা মনে পরে যায়। জার নুন খেয়েছো তার ক্ষতি করোনা। সে তার মনে মনে ভাবলো ।আমি যে খাবার খেলাম তাতে তো নুন মেশানো ছিলো তাহলে আমি তো মহারাজের নুন খেয়েছি । তাহলে তো আমার তার ক্ষতি করা উচিত হবে না। এই ভেবে সে তখন সেই ধন সম্পদে ভরা ঝোলাটি সেখানেই ফেলে রেখে চলে জেতে লাগলো। ফিরে যাওয়ার সময় প্রহরি আবার জিজ্ঞাসা করলো। কি ব্যাপার তুমি তো বললে চুরি করতে যাচ্ছ ,তাহলে চুরি কেন করলে না?
আরো পড়ুন ঃ আমলকি খাওয়ার নিয়ম ও ২০ টি উপকারিতা
চোরটি বললো , দেখুন জার নুন খেয়েছি তার তো কোন ক্ষতি করা উচিত নয়। আর আমি রাজার নুন খেয়েছি এজন্য চুরি করা মালপত্র সঙ্গে নিয়ে আসিনি। সেই রান্না ঘরেয় ফেলে রেখে এসেছি। এতটা বলেয় সে সেখান থেকে চলে যেতে লাগল। অদিকে রাঁধুনি রান্নাঘর থেকে চিল্লাতে আরম্ভ করেছিল। ধরো ধরো চোর ভেগে যাচ্ছে । তখন প্রহরি সেই চোরকে ধরে রাজ দরবারে হাজির করে।রাজা জিজ্ঞাসা করায় চোর বলল ।
এক মহাত্মা দ্বারা দেওয়া উপদেশের মতে কখনো মিথ্যা কথা বলা উচিত নয়। তাই আমি পাহারাদার প্রশ্ন করায় নিজেকে চোর বলি কারণ আমি এখানে সত্যি চুরি করতে এসেছিলাম। আপনার ধন সম্পত চুরি করেছিলাম, কিন্তু আপনার খাওয়ার খেয়েছি ,যেটাতে নুন মেশানো ছিল ।এজন্য আপনার কোন ক্ষতি করিনি। তাই ধন সম্পদ এখানে রেখেই পালাচ্ছিলাম।
আরো পড়ুন ঃ তিন চোরের হাসির গল্প 🤣| ছোটো গল্প | funny story | মজার গল্প |
চোরের উত্তর শুনে তখন রাজামশায় তার সততায় খুব খুশি হয়েছিল। আর তাকে তার দরবারে একটি চাকরি দেয়। চার পাঁচ দিন বারিতে না আসায় তার বাবার চিন্তা হচ্ছিল যে ,তার সন্তান চুরি হয়তো চুরি করতে গিয়ে কোথাও ধরা পরে গিয়েছে। কিন্তু পাঁচ দিন পর যখন তার ছেলে বারিতে ফিরল ,তখন তার ভালো পোশাক আশাক দেখে তার বৃদ্ধ পিতা অবাক হয়ে গিয়েছিল । জিজ্ঞাসা করায় ছেলে বলল, বাবা তুমি তো বলতে কোন সাধু সত্তের উপদেশ শুনবে না ।কিন্তু আমি এক মহাত্তার উপদেশ শুনেছিলাম , আর সেই হিসেবেই কাজ করেছি । তো দেখ সত্তের ফল আজ আমি রাজমহলে ভালো চাকরি পেয়ে গেছি।
তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে,ভালো কর্মের ফল সবসময় ভালোয় হয়।
Comments
Post a Comment